top of page

জাস্ট ট্রানজিশন অ্যাওয়ার্ড পেলেন দক্ষিণ এশিয়ার চার নাগরিক

Oct 13, 2025

| নিজস্ব প্রতিবেদক

জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম, ন্যায্য ও টেকসই জ্বালানি পরিবর্তনের পথে নেতৃত্ব দেওয়া দক্ষিণ এশিয়ার চার নাগরিক জাস্ট ট্রানজিশন অ্যাওয়ার্ড পেয়েছেন৷


খুলনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী South Asia Just Transition Alliance (SAJTA) Summit ২০২৫ শেষ হয়েছে তৃণমূল নেতৃত্ব ও জনগণের শক্তিকে উদযাপন করে। এ উপলক্ষে দক্ষিণ এশিয়ার চার সাহসী প্রতিনিধি—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে—অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘Just Transition Award ২০২৫’।


আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় আয়োজন সংস্থাটি।


জানা যায়, এই পুরস্কার প্রদান করা হয় যারা ধ্বংসাত্মক জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম করছে এবং ন্যায্য ও টেকসই জ্বালানি পরিবর্তনের পথে নেতৃত্ব দিচ্ছে।


এই বছর পুরস্কার পেয়েছে চারটি গুরুত্বপূর্ণ প্রচারণা- ১. বাংলাদেশের Bangladesh Working Group on Ecology and Development (BWGED), মাতারবাড়ি ৬৩৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলনের জন্য।


২. শ্রীলঙ্কার Centre for Environmental Justice (CEJ), আদানির মান্নার উইন্ড ও সোলার পাওয়ার প্ল্যান্টের বিরুদ্ধে সাহসী অবস্থানের জন্য।


৩. পাকিস্তানের Indus Consortium, জনগণনির্ভর ছাদভিত্তিক সৌরশক্তি প্রচারের জন্য।


৪. ভারতের Karbi Anglong Solar Power Project Affected People’s Rights Committee, অসমের এডিবি অর্থায়িত সোলার প্রকল্পের বিরুদ্ধে সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য।


পুরস্কার গ্রহণ করেন—বাংলাদেশের তৌহিদুল ইসলাম শাহাজাদা, শ্রীলঙ্কার জনাকা উইথানাগে, পাকিস্তানের হুসাইন জারওয়ার, এবং ভারতের বিদ্যা ডিংকার।


অনুষ্ঠানে Coastal Livelihood and Environmental Action Network (CLEAN)-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, এই পুরস্কারপ্রাপ্তরা শুধু প্রচারক নন, তারা জনগণের অধিকার ও পৃথিবীর ভবিষ্যতের রক্ষক। ন্যায্য এনার্জি ট্রানজিশন অবশ্যই জনগণের নেতৃত্বে হতে হবে, কর্পোরেশনের নয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ের বিশিষ্ট অতিথিবৃন্দ—পেত্রা কেল রাইট, গৌরাঙ্গ নন্দী, ও এসপি উদয়কুমার। এছাড়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ১০০-রও বেশি তৃণমূল নেতা, গবেষক ও বিশেষজ্ঞ অংশ নেন।


তিন দিনব্যাপী এই সম্মেলনে আলোচনা হয় জীবাশ্ম গ্যাস সম্প্রসারণ রোধ, ন্যায্য ট্রানজিশনের কাঠামো নির্মাণ, জনগণনির্ভর নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা, বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলা, এবং আঞ্চলিক সংহতি জোরদার করার উপায় নিয়ে।


আয়োজকরা বলেন, SAJTA Summit ২০২৫ আবারও প্রমাণ করেছে যে জনগণের ঐক্য ও তৃণমূল নেতৃত্বই জলবায়ু ন্যায়ের আসল শক্তি। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে বেরিয়ে জনগণনির্ভর নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় বিনিয়োগই একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সমঅধিকারভিত্তিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।


উল্লেখ্য, South Asia Just Transition Alliance (SAJTA) একটি আঞ্চলিক সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম, যা টেকসই, সম্প্রদায়নির্ভর জ্বালানি সমাধান এগিয়ে নিতে এবং পরিবেশ ও মানুষের ক্ষতিকর বৃহৎ অবকাঠামোগত প্রকল্পের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।


News Link: জাস্ট ট্রানজিশন অ্যাওয়ার্ড পেলেন দক্ষিণ এশিয়ার চার নাগরিক

bottom of page