

Dec 4, 2025
| স্টাফ রিপোর্টার
দেশের জ্বালানি খাতের উন্নয়ন, নীতি-সংস্কার ও সবুজ রূপান্তরকে এগিয়ে নিতে আগামী ৬ ডিসেম্বর রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরে শুরু হচ্ছে ‘তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন ২০২৫’। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়— বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডাব্লিউজিইডি) প্রধান আয়োজক হিসেবে সম্মেলনটি পরিচালনা করছে। এ আয়োজনের সহ-আয়োজক হিসেবে রয়েছে ১৬টি প্রতিষ্ঠান। সেগুলো হলো–
অ্যাকশনএইড বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন (বিজিইএফ), সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), সেন্টার ফর রিনিউয়্যাবল এনার্জি সার্ভিসেস (ক্রেসল), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), দ্য আর্থ, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ (ইটিআই), লাইয়ার্স ফর এনার্জি, লিড, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজিএফ), রিগ্লোবাল, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস), শক্তি ফাউন্ডেশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জ্বালানি পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা আগামী ৬ ডিসেম্বর সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন। এরপর জ্বালানি নীতি, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, সবুজ রূপান্তর, কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি নিরাপত্তা, গণমাধ্যমের ভূমিকা ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ— এই সব বিষয়ে একাধিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে সাম্প্রতিক কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও নতুন বিদ্যুৎকেন্দ্র অনুমোদন এবং এলএনজি আমদানির ব্যয় বৃদ্ধির কারণে উদ্বেগ বাড়ছে। জ্বালানি রূপান্তরের পথরেখা নিশ্চিত করতে নীতিনির্ধারক, গবেষণা প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগীসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।
সংবাদ লিঙ্ক: ঢাকায় তিন দিনব্যাপী জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর