top of page

তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

Apr 19, 2025

| ভোরের ডাক রিপোর্ট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তরুণদেরই গড়তে হবে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ। তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের রেখে যাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকেই নেতৃত্ব দিতে হবে। সঠিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।


১৯ এপ্রিল, শনিবার রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘরে "দ্য গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫ (GEO ২০২৫)" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন


উপদেষ্টা আরও বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারীরা প্লাস্টিক দূষণ রোধে আগ্রহী নয়। আমাদের তরুণদের সিঙ্গাপুরের মতো পরিবেশ সচেতন হতে হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিবেশগত সমস্যা মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা ও পদক্ষেপ প্রয়োজন। যুবকদের আত্মত্যাগের মাধ্যমে জাতিকে সঠিক উন্নয়নের পথে চালিত করতে হবে।


তিনি তরুণদের প্রতি ভিন্ন ধারার উন্নয়ন, ভিন্ন জীবনধারা এবং ভিন্ন দর্শন প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, এই প্রতিযোগিতায় বিজয়ীরাই আগামীতে জলবায়ু পরিবর্তন রোধে এবং পরিবেশসম্মত সবুজ পৃথিবী গড়তে নেতৃত্ব দেবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোয়ার মনোয়ার মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হলো "দ্য গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫" এর উদ্বোধন অনুষ্ঠান


কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)-এর নেটওয়ার্ক উপদেষ্টা এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর নির্বাহী সদস্য মনোয়ার মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমেদ, সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, ডিরেক্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল এবং এথিক্যাল ট্রেড ইন্টারন্যাশনাল (ইটিআই), বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবিল বিন আমিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সংবাদ লিঙ্ক: তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

bottom of page