top of page

ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল অত সহজ নয়

Dec 11, 2024

কালবেলা প্রতিবেদক

ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করে দেওয়া অত সহজ নয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, চুক্তিগুলো থেকে বের হয়ে আসাও অনেক ব্যয়বহুল।

গতকাল বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে তিন দিনব্যাপী ‘বাংলাদেশের জ্বালানি সমৃদ্ধি-২০৫০’ নিয়ে দ্বিতীয় জ্বালানি সম্মেলনে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সম্মেলনে নীতিনির্ধারক, জ্বালানি বিশেষজ্ঞ, উন্নয়ন অংশীদার, বেসরকারি খাতের বিনিয়োগকারী ও অর্থদাতা, নাগরিক সমাজের নানা সংগঠন ও তরুণ-যুবাসহ তিন শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেন।

সম্মেলনে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আদানিসহ বিভিন্ন গ্রুপের চুক্তিগুলো অসম চুক্তি। জ্বালানি খাতের চুক্তিগুলো রিভিউ করার দরকার আছে। বাংলাদেশের সঙ্গে যে অসম চুক্তিগুলো হয়েছে, এর জন্য অস্বাভাবিক ব্যয় বহন করতে হচ্ছে। নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে। তবুও অন্তর্বর্তীকালীন সরকার চ্যালেঞ্জটা নিয়েছে। এখন চুক্তিগুলো পর্যালোচনার মধ্যে আছে।

রিজওয়ানা হাসান বলেন, অনেকের বক্তব্যে আগের সরকারের কিছু চুক্তি বা প্রকল্পের কথা বলা হয়েছে, যেগুলো প্রথম থেকেই বিরোধিতার মুখে ছিল। যেসব প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে, সেগুলোর ঋণের বোঝাও টানতে হচ্ছে। বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। আবার একই সময়ে জ্বালানি রূপান্তরেরও একটা চাপ আছে। যে ধরনের অসম চুক্তি হয়েছে, অস্বাভাবিক খরচে করা হয়েছে, তার দায় বহন করতে হচ্ছে। ‘ড্যামেজ কন্ট্রোল’ (ক্ষতি নিয়ন্ত্রণ) করতেই সরকারের অনেকটা সময় লেগে যাচ্ছে।


সংবাদ লিঙ্ক: ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল অত সহজ নয়

bottom of page