top of page

মাতারবাড়ি জমি অধিগ্রহণের অনুমোদন বাতিলের দাবি

Oct 28, 2024

| অনলাইন ডেস্ক

বাংলাদেশের কক্সবাজার জেলাধীন মহেশখালী উপেজলার (বঙ্গোপসাগর সংলগ্ন) মাতারবাড়ি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও স্থানীয় জনগণের জীবনযাত্রা রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি)। মাতারবাড়ি দ্বীপে এস. আলম গ্রুপের ২,০০০ একর জমি অধিগ্রহণের অনুমোদন বাতিলের দাবি জানিয়ে বিডব্লিউজিইডি-এর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বরাবর একখানা আপিল পেশ করেছে। উল্লেখ্য, শিল্প মন্ত্রনালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসক বরাবর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উদ্দেশ্যে আপিলের অনুলিপি প্রেরণ করা হয়েছে।


এ বিষয়ে বিডব্লিউজিইডি-এর সদস্য সচিব জনাব হাসান মেহেদী বলেন, “বাংলাদেশের সংবিধান ১৫ (ক) অনুযায়ী জনগণের মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। মাতারবাড়ি দ্বীপে অতিরিক্ত জমি অধিগ্রহণ কেবল পরিবেশ ও স্থানীয়দের জীবিকার উপর প্রভাব ফেলছে না, বরং তাদের অধিকারকেও সংকুচিত করছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে বৃহৎ পরিবেশগত এবং সামাজিক সংকটের সৃষ্টি হবে।


ইতঃপূর্বে, মাতারবাড়ি অঞ্চলে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জমি অধিগ্রহণ করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), বন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য ১,৬০৮ একর, সিপিজিসিবিএল-সেম্বকর্প প্রকল্পের জন্য ১,৪২৭ একর এবং সিপিজিসিবিএল-মিতসুই প্রকল্পের জন্য ৪০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে, যা প্রায় ৩,৪৩৫ একর জমি অধিগ্রহণের সমতুল্য।


অতিরিক্ত শিল্প স্থাপনের ফলে, মাতারবাড়ি অঞ্চলে পরিবেশগত সংকট ও জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয় মৎস্যশিল্প, বনজ সম্পদ এবং সুরক্ষিত অভয়ারণ্যও সংকটের মুখে পড়েছে। এই অতিরিক্ত জমি অধিগ্রহণ এবং শিল্পায়নের বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে স্থানীয় জনগোষ্ঠীর জীববৈচিত্র্য, বসতি ও মৌলিক অধিকার আরও সঙ্কটে পড়বে।


এ প্রেক্ষিতে কর্মজোট, এস. আলম গ্রুপের ২,০০০ একর জমি অধিগ্রহণের অনুমোদন বাতিলের আহ্বান জানিয়েছে এবং জমি অধিগ্রহণ প্রক্রিয়া যদি ইতোমধ্যেই সম্পন্ন হয়ে থাকে তবে অধিগ্রহণকৃত জমি স্থানীয়দের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বিনীত আবেদন জানানো হয়েছে। বিডব্লিউজিইডি আশাবাদী যে, স্থানীয় জনগণের মৌলিক অধিকার ও পরিবেশ রক্ষায় সরকারের সচেতন এবং সক্রিয় হস্তক্ষেপ জনগণের জীবন ও পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


সংবাদ লিঙ্ক: মাতারবাড়ি জমি অধিগ্রহণের অনুমোদন বাতিলের দাবি

bottom of page