top of page

হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়: রিজওয়ানা

Apr 19, 2025

| নিজস্ব প্রতিবেদক

“গাড়ির হর্ন বন্ধ করার দায়িত্ব আমার দায়িত্বের আওতায় পড়ে না”, মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


তিনি স্পষ্ট করেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করা তার কাজের মধ্যে পড়ে। সেই সাথে মানুষের অভ্যাস এবং আচরণ পরিবর্তনেরও তাগিদ দিয়েছেন উপদেষ্টা।


রিজওয়ানা হাসান বলেন, “সবাই আমাকে দেখে বলে আপা হর্ন তো বন্ধ হল না। আপনি ৫৩ বছর ধরে হর্ন বাজিয়ে যাচ্ছেন, আপনার ড্রাইভার হর্ন বাজায় যাবে; আর আমাকে দেখলেই বলবেন হর্ন বন্ধ হইল না। হর্ন বন্ধ করা তো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা। আচরণগত চেইঞ্জটা জরুরি।”


শনিবার রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরে আয়োজিত ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৫’ এ পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।


উল্লেখ্য, শব্দদূষণ নিয়ন্ত্রণে ২০০৬ সালে করা হয় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা’। এতে রাজধানীতে শব্দের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা সময় ও এলাকাভেদে আলাদা করে দেওয়া আছে। নীরব এলাকায় রাতে সর্বোচ্চ মাত্রা ৪০ ডেসিবল আর দিনে ৫০। আবাসিক এলাকায় রাতে ৪৫ ও দিনে সর্বোচ্চ ৫৫ ডেসিবল শব্দ করা যাবে। মিশ্র এলাকায় যথাক্রমে ৫০ ও ৬০ ডেসিবল, বাণিজ্যিক এলাকায় ৬০ ও ৭০ ডেসিবল শব্দ গ্রহণযোগ্য। শিল্প এলাকায় তা রাতে ৭০ এবং দিনে সর্বোচ্চ ৭৫ ডেসিবল শব্দ করা যাবে।


একটি গাড়িতে যেহেতু একটিই হর্ন থাকে, তাই তা ৪০ ডেসিবলের নিচে থাকার কথা। কিন্তু ঢাকার গাড়িতে হর্ন যে এর চেয়ে বেশি মাত্রায় বাজে, সেটা পরিবেশ অধিদপ্তরের অভিযানেই দেখা গেছে।


গত বছরের ১লা অক্টোবর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লো মেরিডিয়ান পর্যন্ত) এলাকাকে সম্প্রতি শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী নীরব এলাকা ঘোষণা করা হয়। গত জানুয়ারি থেকে আরও ১০টি সড়ক নীরব এলাকা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছিলেন উপদেষ্টা রিজওয়ানা।


সংবাদ লিঙ্ক: হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়: রিজওয়ানা

bottom of page