top of page

‘জাস্ট ট্রানজিশন অ্যাওয়ার্ড পেলেন দক্ষিণ এশিয়ার চার নাগরিক

Oct 13, 2025

| নিজস্ব প্রতিবেদক

জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন এবং ন্যায্য ও টেকসই জ্বালানি পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে দক্ষিণ এশিয়ার চার নাগরিক পেয়েছেন ‘জাস্ট ট্রানজিশন অ্যাওয়ার্ড ২০২৫’।


খুলনায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত সাউথ এশিয়া জাস্ট ট্রানজিশন অ্যালায়েন্স (SAJTA) সামিট ২০২৫ শেষ হয় তৃণমূল নেতৃত্ব ও জনগণের শক্তিকে উদযাপনের মধ্য দিয়ে।


সোমবার (১৩ অক্টোবর ) আয়োজক সংস্থার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ধ্বংসাত্মক জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের পথ তৈরি করছেন এমন ব্যক্তিদের এ পুরস্কারে ভূষিত করা হয়।


এই বছর পুরস্কার পেয়েছে চারটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা—

১. বাংলাদেশের Bangladesh Working Group on Ecology and Development (BWGED), মাতারবাড়ির ৬৩৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য।

২. শ্রীলঙ্কার Centre for Environmental Justice (CEJ), আদানির মান্নার উইন্ড ও সৌর বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অবস্থানের জন্য।

৩. পাকিস্তানের Indus Consortium, জনগণনির্ভর ছাদভিত্তিক সৌরশক্তি প্রচারের জন্য।

৪. ভারতের Karbi Anglong Solar Power Project Affected People’s Rights Committee, অসমের এডিবি-অর্থায়িত সৌর প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় অধিকার রক্ষার জন্য।


পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের তৌহিদুল ইসলাম শাহাজাদা, শ্রীলঙ্কার জনাকা উইথানাগে, পাকিস্তানের হুসাইন জারওয়ার এবং ভারতের বিদ্যা ডিংকার।


অনুষ্ঠানে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN)–এর প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, “পুরস্কারপ্রাপ্তরা কেবল প্রচারক নন, তাঁরা জনগণের অধিকার ও পৃথিবীর ভবিষ্যতের রক্ষক। ন্যায্য এনার্জি ট্রানজিশন হতে হবে জনগণের নেতৃত্বে, করপোরেশনের নয়।”


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ের অতিথি পেত্রা কেল রাইট, গৌরাঙ্গ নন্দী ও এসপি উদয়কুমার। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শতাধিক তৃণমূল নেতা, গবেষক ও বিশেষজ্ঞ অংশ নেন সম্মেলনে।


তিন দিনব্যাপী এ সম্মেলনে আলোচনা হয় জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ রোধ, ন্যায্য জ্বালানি রূপান্তরের কাঠামো নির্মাণ, জনগণনির্ভর নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা, বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলা এবং আঞ্চলিক সংহতি জোরদার করার বিষয় নিয়ে।


আয়োজকদের মতে, SAJTA সামিট ২০২৫ আবারও প্রমাণ করেছে—জনগণের ঐক্য ও তৃণমূল নেতৃত্বই জলবায়ু ন্যায়ের মূল শক্তি। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জনগণনির্ভর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমেই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।


উল্লেখ্য, সাউথ এশিয়া জাস্ট ট্রানজিশন অ্যালায়েন্স (SAJTA) দক্ষিণ এশিয়ার একটি নাগরিক সমাজভিত্তিক প্ল্যাটফর্ম, যা টেকসই ও সম্প্রদায়নির্ভর জ্বালানি সমাধান এগিয়ে নিতে এবং পরিবেশ ও মানুষের ক্ষতিকর বৃহৎ অবকাঠামোগত প্রকল্পের বিরুদ্ধে কাজ করছে।


সংবাদ লিঙ্ক: ‘জাস্ট ট্রানজিশন অ্যাওয়ার্ড পেলেন দক্ষিণ এশিয়ার চার নাগরিক'

bottom of page