top of page

'নবায়নযোগ্য শক্তির ওপর জোর দেওয়া উচিত'

Mar 6, 2025

| নিজস্ব প্রতিবেদক

বরিশালে গতকাল 'টেকসই জ্বালানির ভবিষ্যৎ ও বিকল্প জ্বালানিব্যবস্থার সম্ভাবনা' শীর্ষক এক নাগরিক সংলাপ হয়।


বরিশালে 'টেকসই জ্বালানির ভবিষ্যৎ ও বিকল্প জ্বালানিব্যবস্থার সম্ভাবনা' শীর্ষক এক নাগরিক সংলাপে বক্তারা বলেছেন, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশকে আমদানি করা জীবাশ্ম জ্বালানিতে নয়; বরং সামনের দিনগুলোয় বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য নবায়নযোগ্য শক্তি ও দেশীয় সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া উচিত।


গতকাল বুধবার দুপুরে নগরের সদর রোডের বিডিএস মিলনায়তনে এই সংলাপের আয়োজন করা হয়। এতে জ্বালানি খাতে কর্মরত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের নেতা, শিক্ষার্থী ও নগরের বিশিষ্ট নাগরিকেরা অংশ নেন।


পরিবেশবাদী বেসরকারি প্রতিষ্ঠান প্রান্তজন, ক্লিন এবং বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। এতে জ্বালানি খাতের বিকল্প সম্ভাবনা ও টেকসই জ্বালানিব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক জাহিদা খানম, পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ওজোপাডিকো) বরিশাল অঞ্চল-১-এর উপবিভাগীয় প্রকৌশলী দীপক মিস্ত্রি ও বরিশাল সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অহেদ মুরাদ।


সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। সংলাপে বিকল্প জ্বালানি পরিকল্পনাবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদি। প্রান্তজনের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম শাহাজাদার সঞ্চালনায় সঞ্চা সংলাপে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে গোটা পৃথিবীর মানুষ, প্রকৃতি ও জীববৈচিত্র্য আজ হুমকিতে। জীববৈচিত্র্যের সীমাহীন অবক্ষয়ে মানবতা ও মানবসভ্যতা এখন সংকটময় মুহূর্তে উপনীত হয়েছে। ফলে পৃথিবীর প্রাকৃতিক সীমা অতিক্রম হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে বলে জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। জীববৈচিত্র্যের এই অবক্ষয় ঠেকাতে এখনই পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে মানবজাতিকে হুমকিতে ফেলতে পারে। আর এই সংকটের পেছনে মূল ভূমিকা রাখছে জীবাশ্ম জ্বালানির অপব্যবহার।


সংলাপে বিকল্প জ্বালানি পরিকল্পনাবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদি। বক্তারা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিকল্প সম্ভাবনা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে মতবিনিময় করেন। তাঁরা টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানিব্যবস্থার ওপর গুরুত্ব দেন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


সংবাদ লিঙ্ক: 'নবায়নযোগ্য শক্তির ওপর জোর দেওয়া উচিত'

bottom of page