
May 3, 2023
Policy Position Paper

Invest in Renewable Energy instead of LNG Power Plants and Terminals for National Security (Bangla)
ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করার তাগিদে, আমরা, বাংলাদেশ তথা উন্নয়নশীল দেশের জ্বালানি নিরাপত্তা অর্জনের স্বার্থে এ ধরনের সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশের জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ না করার জন্য মিৎসুবিশি, জেরা, মারুবেনি, মিৎসুই, জেনারেল ইলেকট্রিক, এক্সেলেরেট এনার্জি, ডায়মন্ড গ্যাস ও সিনোপেকসহ সকল নোংরা জ্বালানি কোম্পানি দাবি জানাচ্ছি। এছাড়া বাংলাদেশের জ্বালানি খাতের সবুজ রূপান্তরের জন্য আমরা সকল অর্থায়ন ও বিনিয়োগকারীর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমরা দাবি জানাই যে,
১. আনোয়ারা ৫৯০ মেগাওয়াট, গজারিয়া ৬৬০ মেগাওয়াট, ময়মনসিংহ ৪০০ মেগাওয়াট, মীরসরাই ৬৬০ মেগাওয়াট, মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট এবং পায়রা ১২০০ মেগাওয়াটসহ সকল এলএনজি বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন বাতিল করতে হবে।
২. মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ ও ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ দিতে হবে।
৩. নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির উপর ধার্যকৃত আমদানি শুল্কসহ সকল প্রকার কর মওকুফ করতে হবে।
৪. আবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে 'বিজলি-কৃষাণ' কর্মসূচি গ্রহণ করতে হবে এবং এ কর্মসূচির আওতায় কৃষকদের নগদ অর্থায়ন ও ভর্তুকি দিতে হবে।
৫. নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার জন্য সমবায় সমিতি গঠনের উদ্যোগ নিতে হবে।
৬. সমবায়ভিত্তিক ক্ষুদ্র সৌর ও বায়ুবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার জন্য বিনা সুদে ঋণ বিতরণ করতে হবে, এবং
৭. মহেশখালী তৃতীয় এলএনজি টার্মিনালসহ নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব বাতিল করতে হবে।