top of page

April 29, 2023

Conference Declaration

Bangladesh Energy Prosperity 2050: Declaration Paper 2023 (Bangla)

Bangladesh Energy Prosperity 2050: Declaration Paper 2023 (Bangla)

বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি ২০৫০ সম্মেলনটি, ২৭-২৯ এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয় এবং এটি আয়োজিত হয় বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি), ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এবং আর্থ সোসাইটি দ্বারা। এই সম্মেলনটি অ্যাকশনএইড বাংলাদেশ, ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশন (বিজিইএফ), সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), চেঞ্জ ইনিশিয়েটিভ, উপকূলীয় জীবনযাত্রা এবং পরিবেশ কর্মজোট (ক্লিন), পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ), সোলিস পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড (এসপিইএল), এবং ওয়াটারকিপারস বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের ঘোষণাপত্রটি ২৯ এপ্রিল ২০২৩ তারিখে গৃহীত হয়, যেখানে ২৮৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে সংসদ সদস্য (এমপি), বিদ্যুৎ উৎপাদনকারী, জ্বালানি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, বিনিয়োগকারী, কূটনীতিক, থিঙ্ক-ট্যাঙ্ক সদস্য, আইনজীবী, নৃবিজ্ঞানী, শ্রমিক ইউনিয়ন নেতা এবং বেসরকারি সংস্থা ও কমিউনিটির প্রতিনিধি, যার মধ্যে নারী ও যুবক এবং শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত ছিলেন।

bottom of page