top of page

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে ১৩ দফা

Dec 9, 2025

| নিজস্ব প্রতিবেদক

জলবায়ু-সংকট ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় অবিলম্বে একটি বাস্তবভিত্তিক জাতীয় জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন নাগরিক সমাজ, পরিবেশবাদী ও জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলেছেন, দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় এই মুহূর্তে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের বিকল্প নেই।


গতকাল সোমবার রাজধানীর সামরিক জাদুঘরে বাংলাদেশ জ্বালানি সম্মেলন ২০২৫-এর সমাপনী দিনে এসব কথা বলেন বক্তারা। এদিন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ১৩ দফা দাবি-সংবলিত একটি নাগরিক ইশতেহার উপস্থাপন করেন বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোটের (বিডব্লিউজিইডি) নির্বাহী সদস্য মনোয়ার মোস্তাফা।


১৩ দফা নাগরিক ইশতেহারের প্রধান দাবি ও সুপারিশগুলো হলোÑ নতুন জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন, জ্বালানি খাতে দুর্নীতি দমন এবং চুক্তির স্বচ্ছতা, জীবাশ্ম জ্বালানির ভর্তুকি কমিয়ে নবায়নযোগ্য শক্তি বাধ্যতামূলক করা, নতুন করে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র না করা, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না করা ও গ্যাসের অপচয় রোধ এবং নবায়নযোগ্য শক্তির জাতীয় লক্ষ্য ও বাজেট প্রণয়ন করা।


এ ছাড়া পরিবহন খাতে বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব ঘটানো, স্মার্ট গ্রিড ও ‘সূর্যবাড়ি’ কর্মসূচি প্রণয়ন, ২০ লাখ নতুন সবুজ কর্মসংস্থান, সার্কুলার গ্রিন ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানির ই-বর্জ্য রিসাইক্লিং শিল্প তৈরি, প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ও ন্যায্য হিস্যা নিশ্চিত এবং কৃষিজমি সুরক্ষা।


সংবাদ লিঙ্ক: নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে ১৩ দফা

bottom of page